ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ মহা নবমী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ২৩ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

ঢাকের বাদ্য, কাঁসার ঘণ্টা, শঙ্খের আওয়াজ আর উলুধ্বনিতে মুখরিত হয় পূজা প্রাঙ্গণ, চলে ভক্তি গীতি। আজ সোমবার সকাল থেকেই দেবী দুর্গার আরাধনায় মণ্ডপে মণ্ডপে চলে পূজা আর চন্ডি পাঠ।

মহানবমীর সকালে নবমী বিহিত পূজা হয়েছে।  সন্ধ্যায় হবে সন্ধি পূজা। পরে মঙ্গলবার সকালে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

শুক্রবার ষষ্ঠীতে দেবীর বোধনের পর শনিবার নবপত্রিকায় প্রবেশ ও স্থাপনের পর শুরু হয় মহাসপ্তমীর পূজা।

রোববার সকালে  মহাঅষ্টমীর বিহিত পূজা হয়। অষ্টমীর সন্ধ্যায় হয় সন্ধিপূজা।

সন্ধিপূজা শেষে মন্ডপগুলোতে ভক্ত, পূণ্যার্থী ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। রাত বাড়ার সাথে সাথে আলোক উজ্জ্বল মন্ডপের রাতের সৌন্দর্য উপভোগ করেন বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ। তাদের উপস্থিতিতে মন্ডপ প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে। অনেকেই দেবীকে প্রনাম করেছেন। অনেকে তুলেছেন মন্ডপের ছবি। এসময় আলোক সজ্জার সাথে সাউন্ড সিস্টেমের সমন্বয়ে বর্ণিল আলোর ছটা প্রদর্শন করা হয়।  

কোথাও কোথও মন্ডপে পূজার ধূনচি বা আলতি নাচের আয়োজ করা হয়। অনেক মন্ডপে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে বিভিন্ন বয়সের মানুষ গভীর রাত পর্যন্ত পূজার অনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি